November 5, 2023

ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবনবিধান - রচনা [ ক্লাস ৬, ৭, ৮, ৯, ১০]

উপস্থাপনা ঃ

‘ইসলাম’ শব্দের অর্থ — আত্মসমর্পণ করা, মেনে চলা, আনুগত্য করা ইত্যাদি। অন্য কথায় বলা যায়, আল্লাহ রাব্বুল আলামীনের পক্ষ হতে বিশ্বনবী হযরত মুহাম্মদ (স) যে শাশ্বত জীবনবিধান নিয়ে এসেছেন তাই ইসলাম। ইসলামের আগমন হয়েছে মানবকল্যাণে এবং মানবতার মুক্তি দিতে। মানবজীবনের সকল সমস্যার বাস্তবসম্মত সমাধান রয়েছে ইসলামে।

ইসলাম পরিপূর্ণ জীবনবিধান ঃ

ইসলাম একমাত্র পূর্ণাঙ্গ জীবনবিধান। পবিত্র কুরআনে বলা হয়েছে, “আল্লাহর কাছে একমাত্র মনোনীত জীবনব্যবস্থা হচ্ছে ইসলাম।” অর্থাৎ মানুষের ব্যক্তিজীবন থেকে শুরু করে সামাজিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক, রাজনৈতিক, ধর্মীয় তথা সকল ক্ষেত্রে ইসলাম এক অনুপম আদর্শ উপস্থাপন করেছে।

মানবকল্যাণে ইসলাম ঃ

ইসলামের সুশীতল ছায়াতলে এসে মযলুম মানবতা পেয়েছে মুক্তির দিশা। অত্যাচারিত, অবহেলিত ও বিপর্যস্ত মানুষ পেয়েছে শান্তির ঠিকানা । তাই মানবকল্যাণে ইসলামের অবদান অনস্বীকার্য ।

Read more