May 30, 2024

সমাস নির্ণয়ের উপায়। সন্ধি ও সমাসের মধ্যে পার্থক্য - PDF

সন্ধি শব্দের অর্থ - মিলন। বাংলা ব্যাকরণে পাশাপাশি দুটি বর্ণের মিলনকে সন্ধি বলা হয়। আর সমাস শব্দের অর্থ- সংক্ষেপণ। পরস্পর অর্থ সঙ্গতিবিশিষ্ট অন্বয়যুক্ত দুই বা বহু পদের এক পদে পরিণত হওয়াকে সমাস বলে।

সমাস নির্ণয়ের উপায় :

সমাস বাংলা ব্যাকরণের একটি অতি গুরত্বপূর্ণ আলোচ্য বিষয়। পদের অর্থের দিক বিচার করেই সমাসের নামকরণ করতে হয়। তাই সমাস নির্ণয়ে কতকগুলো বিষয়ের প্রতি লক্ষ্য রাখতে হয় । যেমন-

১। সর্বপ্রথম সমাসবদ্ধ পদ বা সমস্ত পদের অর্থ জানতে হবে।

২। কোন কোন পদের মিলনে সমস্ত পদটি গঠিত হয়েছে তা বুঝতে হবে।

৩। সমস্ত পদের কোনটি পূর্বপদ এবং কোনটি পরপদ তা ঠিক করতে হবে।

৪। সমস্ত পদের অর্থ দ্বারা কাকে বুঝাচ্ছে (পূর্বপদ, পরপদ বা উভয় পদ কিংবা এই উভয়পদ না বুঝিয়ে তৃতীয় কোন কিছুকে বুঝাচ্ছে) তা নির্ধারণ করতে হবে।

আরও পড়ুন