চাকরির আবেদন পত্র লেখার নিয়ম ও চাকরির আবেদন পত্র নমুনা
চাকরির আবেদন পত্র : এ ধরনের পত্রে চাকরির প্রার্থনা করে কর্তৃপক্ষের কাছে আবেদন করা হয়। চাকরির আবেদনপত্রে বিজ্ঞাপনের প্রসঙ্গ উল্লেখ থাকে বলে বিজ্ঞাপন অনুযায়ী প্রয়োজনীয় তথ্য সরবরাহ করতে হয়। বাহুল্য অবশ্যই বর্জনীয়। এতেও কোনো প্রকার আবেগ উচ্ছ্বাস প্রকাশ করা যাবে না। আবেদনপত্র লেখার সময় নিম্নলিখিত দিকগুলোর প্রতি বিশেষভাবে যত্নবান হতে হবে।
সংজ্ঞা : যে আবেদনপত্র কোনো ব্যবসায়িক বা শিক্ষাপ্রতিষ্ঠান বা সংস্থার কোনো পদে নিয়োগ প্রাপ্তির উদ্দেশ্যে লেখা হয় তাকে চাকরির আবেদনপত্র বলা হয় ।
চাকরির আবেদন পত্র লেখার নিয়ম
১। তারিখ : আবেদনপত্র বা দরখাস্তের প্রথমে বামদিকে তারিখ উল্লেখ করতে হয় ।
২। প্রারম্ভিক শব্দ : তারিখ লিখার পর বরাবর, মাননীয় বা সম্মানিত শব্দটি লিখতে হবে.
৩। প্রাপকের নাম-ঠিকানা : প্রাপকের অংশে নিয়োগকর্তার নাম, পদ বা নিয়োগকারী সংস্থার নামের বানান সঠিক এবং ঠিকানা নির্ভুল হতে হবে। অনেক সময় ঝামেলা এড়াতে বা গোপনীয়তা রক্ষা করতে পোস্টবক্স কিংবা কোনো পত্রিকার মাধ্যমে দরখাস্ত আহ্বান করা হয়। যেমন : বিজ্ঞাপন দাতা, পোস্ট বক্স নং ০৭৫ প্রযত্নে দৈনিক প্রথম আলো, ঢাকা।
৪। বিষয় : এ অংশে কাঙ্ক্ষিত বিষয় বা পদের কথা স্পষ্ট করে উল্লেখ করতে হবে। আবেদনের মূল বিষয়টি যেন কর্তৃপক্ষ সহজে অনুধাবন করতে পারে সে জন্য সরল ভাষায় তার উল্লেখ প্রয়োজন ।