শিক্ষা জাতির মেরুদন্ড - বাংলা রচনা [ Class - 6, 7, 8 ,9 ,10]
উপস্থাপনা ঃ
শিক্ষা মানুষের অমূল্য সম্পদ। শিক্ষার মাধ্যমে মানুষের মনুষ্যত্ববোধের বিকাশ ঘটে। মেরুদণ্ড যেমন কোন প্রাণীর রক্ষাকবচ, তেমনি কোন জাতির রক্ষাকবচ হলো শিক্ষা। মেরুদণ্ড ভেঙ্গে গেলে যেমন প্রাণী দুর্বল হয়ে যায়, অস্তিত্ব হয় বিপন্ন, তেমনি মেরুদণ্ড অর্থাৎ, শিক্ষা না থাকলে জাতি তার অস্তিত্ব হারিয়ে পঙ্গুত্বে পরিণত হয়।
তাই বলা হয় শিক্ষাই জাতির মেরুদণ্ড- Education is the back bone of a nation. মানুষকে বলা হয় সৃষ্টির সেরা জীব। মানুষকে এ শ্রেষ্ঠত্ব অর্জন করতে হয় শিক্ষার মাধ্যমে । শিক্ষাই মানুষকে জাতীয় ও আন্তর্জাতিক জীবনে প্রতিষ্ঠিত করে এবং মর্যাদার আসনে উপনীত করে।
শিক্ষার কাজ ঃ
শিক্ষা ব্যক্তিকে সৎ করে, কর্মঠ করে অজানাকে জানতে এবং জ্ঞানার্জনের উৎস সন্ধানে সাহায্য করে। মানুষের সুপ্ত প্রতিভাকে প্রস্ফুটিত করতে সহায়তা করে শিক্ষা। মানুষ চলার পথে হাজারো সমস্যার মুখোমুখি হয়, সহস্র বাধা তাকে আঁকড়িয়ে ধরে । সকল ক্ষেত্রে মুক্ত হবার একমাত্র মাধ্যম হচ্ছে শিক্ষা। শিক্ষাই ব্যক্তিকে নিত্য নতুন জ্ঞান-বিজ্ঞানের বিভিন্ন শাখার সাথে পরিচয় করিয়ে দেয়।
মানুষের মধ্যে আছে অফুরন্ত সম্ভাবনার উজ্জ্বল দিকদর্শন । একে আরো বহু আলোকে আলোকিত করে সত্যের সন্ধানে নিয়ে যায় শিক্ষা। শিক্ষার মাধ্যমে মানুষ নিজেকে যোগ্য করে গড়ে তোলে এবং মর্যাদার আসনে অধিষ্ঠিত করে। শিক্ষা মানব জীবনে যে শক্তি সঞ্চয় করে তা জীবন সাফল্যের জন্যে অপরিহার্য