July 15

প্রবন্ধ রচনা : শান্তির ধর্ম ইসলাম

উপস্থাপনা:

ইসলাম' মানে আত্মসমর্পণ করা, মেনে চলা, আনুগত্য করা, শান্তি ও নিরাপত্তা ইত্যাদি। অন্যভাবে বলা যায়, আল্লাহ রাব্বুল আলামীনের পক্ষ হতে বিশ্বনবী হযরত মুহাম্মদ (স) যে শাশ্বত জীবনবিধান নিয়ে এসেছেন তাই ইসলাম। ইসলামের আগমন হয়েছে মানবকল্যাণে এবং মানবতার মুক্তি দিতে। তাই শান্তি প্রতিষ্ঠা ও মানবকল্যাণে ইসলামের গুরুত্ব অপরিসীম।

পরিপূর্ণ জীবনব্যবস্থা:

ইসলাম একমাত্র পূর্ণাঙ্গ জীবনবিধান। মানবজীবনের এমন কোনো দিক ও বিভাগ নেই, যেখানে ইসলামের বিজ্ঞানসম্মত উপস্থিতি নেই। তাই কুরআনে বলা হয়েছে- "আল্লাহর কাছে একমাত্র মনোনীত পূর্ণাঙ্গ জীবনব্যবস্থা ইসলাম।" এক কথায়- মানুষের ব্যক্তিজীবন থেকে শুরু করে সামাজিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক, রাজনৈতিক ও ধর্মীয় তথা সকল দিকে ইসলাম এক অনুপম আদর্শ উপস্থাপন করেছে।

আরও পড়ুন