July 3
বাক্য কাকে বলে?গঠন ও অর্থ অনুসারে বাক্য কত প্রকার ও কী কী উদাহরণ
মনের ভাব প্রকাশের অন্যতম মাধ্যম হলো ভাষা। আর ভাষার মূল উপাদান হলো বাক্য। বাক্যের বিভিন্ন পদের মধ্যে পারস্পরিক সম্পর্ক থাকা আবশ্যক। এছাড়াও বাক্যের অন্তর্গত বিভিন্ন পদ দ্বারা মিলিতভাবে একটি অখণ্ড ভাব পূর্ণরূপে প্রকাশিত হলে তা বাক্যে পরিণত হয়।
সংজ্ঞা : দুই বা ততোধিক পদ মিলিত হয়ে যদি মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করে তখন তাকে বাক্য বলে। যেমন :
বর্ষাকালে প্রচুর বৃষ্টিপাত হয়।
বাক্যের প্রকারভেদ :
বাক্যের প্রধানত দুটি অংশ থাকে। যথা :
১। উদ্দেশ্য : বাক্যে যাকে উদ্দেশ্য করে কিছু বলা হয়, তাকে উদ্দেশ্য বলে।