May 7, 2024
রচনা : ইসলাম ও মানব কল্যাণ/মানবতার মুক্তিতে ইসলাম/ইসলাম মানবতার ধর্ম
ভূমিকা :
‘ইসলাম' শব্দের অর্থ হলো আত্মসমর্পণ করা, মেনে চলা, আনুগত্য করা ইত্যাদি। অন্য কথায় বলা যায়, আল্লাহ রাব্বুল আলামীনের পক্ষ থেকে বিশ্বনবী হযরত মুহাম্মদ (স) যে শাশ্বত জীবন বিধান নিয়ে এসেছেন তা-ই ইসলাম। ইসলামের আগমন হয়েছে মানব কল্যাণে এবং মানবতার মুক্তি প্রদানের জন্য। তাই মানব কল্যাণে ইসলামের অবদান অপরিসীম।
ইসলাম ও মানব কল্যাণ একে অপরের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। মানব কল্যাণ সাধনের জন্যই ইসলামের আগমন। 'সাগরের যে উদারতা, পাহাড়ের যে ঔদার্য, বৃক্ষের যে বিশালতা ইসলাম তো মানব কল্যাণে ঠিক তাই। দ্বীন ইসলামের প্রকৃতির সাথে মানব কল্যাণের ধারণা গভীরভাবে সম্পৃক্ত। তাই মহান আল্লাহ যুগে যুগে নবী-রাসূলগণের মাধ্যমে পথহারা শান্তিহারা মানবজাতিকে ইসলামের কল্যাণের ছায়াতলে আহ্বান করেছেন।