November 7, 2023

সময়ের মূল্য - বাংলা রচনা [ Class - 6, 7, 8 ,9 ,10] এবং HSC 

উপস্থাপনা ঃ

মানবজীবনে সময়ের গুরুত্ব সর্বাধিক। কেননা সময়ই জীবন। মহাকালের অনন্ত প্রবাহে সময় নিরন্তর প্রবাহমান। সে জন্যেই বলা হয়, "Time and tide wait for none". যে মুহূর্তটি অতীতের গহ্বরে একবার চলে যায় তা আর কোনদিন ফিরে আসে না । তাই বর্তমানকে সামনে রেখে প্রতিটি মুহূর্ত যথাযথভাবে কাজে লাগানো প্রয়োজন ।

সময়ের মূল্য ঃ

সময় গতিশীল । এগিয়ে যাওয়াই তার ধর্ম। ঘড়ির কাঁটা কারো জন্যে অপেক্ষা করে না ৷ টাকা-পয়সা, ধন-দৌলত নষ্ট হলে ব্যবসা-বাণিজ্যের মাধ্যমে একে আবার অর্জন করা যায়। কিন্তু সময় একবার চলে গেলে শত চেষ্টা করলেও একে আর ফিরেয়ে আনা যায় না । টাকা-পয়সার চেয়ে সময় বেশি মূল্যবান । এর মূল্য কোন জিনিস দিয়ে পরিমাপ করা যায় না ।

Read more