May 19, 2024

রচনা : গ্রামোন্নয়নের ছাত্রদের কর্তব্য

ভূমিকা :

বাংলাদেশ একটি গ্রামপ্রধান উন্নয়নশীল দেশ। প্রায় ৮৫ হাজার গ্রাম নিয়ে আমাদের দেশটি গঠিত। আমাদের জাতীয় ঐতিহ্য ও সংস্কৃতির ধারা গ্রামকেন্দ্রিক। গ্রামকে কেন্দ্র করেই একদিন এ দেশের সভ্যতা সংস্কৃতি গড়ে উঠেছিল। আজ জ্ঞান-বিজ্ঞান ও আধুনিক জীবনধারার প্রভাবে আমাদের দেশে বিভিন্ন শহর গড়ে উঠেছে, কিন্তু তবুও শতকরা নব্বই ভাগ মানুষ এখনও দূর—গ্রামাঞ্চলে বাস করে।

গ্রামবাংলার দুরবস্থা :

একদিন যে গ্রামকে কেন্দ্র করে এ দেশের সংখ্যাগরিষ্ঠ জনগণের জীবন আবর্তিত হতো, আজ আমরা সে গ্রামকে ভুলে যেতে বসেছি। একদিন গ্রামবাংলার ঘরে ঘরে ছিল গোলাভরা ধান, গোয়ালভরা গরু, পুকুরভরা মাছ; গ্রামবাসীদের কণ্ঠে ছিল গান আর মুখে ছিল হাসি। বাংলার গ্রামগুলোর উৎসব আনন্দমুখর সে অবস্থা এখন আর নেই; নেই গ্রামের সে সৌম্য শান্ত শ্রী। আজ গ্রামবাংলার জনগণের মুখে অভাব-অনটন ও বিভিন্ন কারণে দুঃখ-দৈন্যজনিত বিষাদ গভীরভাবে ছায়াপাত করেছে। দারিদ্র্য, অশিক্ষা-কুশিক্ষা, সংকীর্ণতা ও কুসংস্কার গ্রামবাংলার জীবনকে একরূপ পঙ্গু করে দিয়েছে। এর ওপর প্রাকৃতিক দুর্যোগ তো লেগেই আছে।

আরও পড়ুন :