বাংলাদেশের পাখি : রচনা [ক্লাস ৬, ৭, ৮, ৯, ১০] - Sikkhagar
বাংলাদেশের পাখি
উপস্থাপনা ঃ
পাখি মহান আল্লাহর অপূর্ব সৃষ্টি । বাংলাদেশের প্রকৃতির অবিচ্ছেদ্য অঙ্গ এই পাখি। এ দেশের গৃহাঙ্গন, বাগ-বাগিচা, বন-বনানী পাখির কাকলীতে মুখর । আমরা পাখির ডাকে ঘুমিয়ে পড়ি, পাখির ডাকে জাগি ।
বাংলাদেশের পাখি ও এদের প্রকারভেদ ঃ
বাংলাদেশের পাখিদের দু'ভাগে ভাগ করা যায়। মিষ্টি সুরের পাখিগুলো গায়ক পাখি । এ গানের পাখিদের মধ্যে আছে-দোয়েল, শ্যামা, শালিক, ময়না, টুনটুনি, বুলবুলি, কোকিল, ফিঙ্গে, কবুতর, ঘুঘু ও হলদে পাখি। আর অগায়ক পাখিগুলো হল-বক, পানকৌড়ি, মাছরাঙ্গা, কাঠঠোকরা, চিল, শকুন, পেঁচা ও মানিকজোড় । আরও অনেক পাখি রয়েছে-পাখির দেশ বাংলাদেশে ।
বাংলাদেশের পরিচিত পাখি ঃ
বাংলাদেশের বেশি পরিচিত পাখিগুলো হচ্ছে-বক, চড়ুই, বাবুই, শালিক, টিয়া, দোয়েল, কোকিল, ময়না, মাছরাঙা ও কাঠঠোকরা।
কাক ঃ কাক আমাদের সবচেয়ে বেশি পরিচিত পাখি। রাতের শেষভাগে কাকের কা কা রব শুনে আমরা জানতে পারি যে, রাত শেষ হয়ে এসেছে । দেখতে কালো এ পাখি দু'জাতের—দাঁড়কাক ও পাতি-কাক । দাঁড়কাক আকারে পাতিকাকের চেয়ে বড়। এদের ডাক কর্কশ।
চড়ুই ও বাবুই ঃ চড়ুই ও বাবুই ছোট পাখি। দেখতে অনেকটা এক রকম। তবে চড়ুই বাসা করে মানুষের বাড়ি-ঘরে । আর বাবুই বাসা বোনে তাল বা খেজুর গাছের ডালে ।