January 7, 2024
মাত্রা সমীকরণের সংজ্ঞা,প্রয়োজনীয়তা,ও সমীকরণের সাহায্যে v=u+at যাচাই
মাত্রা সমীকরণ ঃ
কোন ভৌত রাশি যদি একাধিক রাশির ওপর নির্ভর করে, তবে ঐ লব্ধ বা যৌগিক রাশিকে মৌলিক রাশির সংকেত বা মাত্রা দ্বারা প্রকাশ করলে যে সমীকরণ পাওয়া যায়, তাকে ঐ রাশির মাত্রা সমীকরণ বলে।
দৈর্ঘ্য, ভর ও সময় এই তিনটি মৌলিক রাশির মাত্রা হচ্ছে যথাক্রমে L, M ও T। যেমন—ত্বরণ এর মাত্রা সমীকরণ = [LT-2]
মাত্রা সমীকরণের প্রয়োজনীয়তা :
পদার্থবিজ্ঞানে মাত্রা সমীকরণের প্রয়োজনীয়তা অপরিসীম। কেননা, এর মাধ্যমে—
(১) এক পদ্ধতির একককে অন্য পদ্ধতির এককে রূপান্তর করা যায়।
(২) সমীকরণের নির্ভুলতা যাচাই করা যায়।
(৩) বিভিন্ন রাশির সমীকরণ গঠন করা যায়।
(৪) কোন ভৌত রাশির একক নির্ণয় করা যায়।