March 24, 2024
সংসার সাগরে দুঃখ তরঙ্গের খেলা : ভাব সম্প্রসারণ - ২ টি
সংসার সাগরে দুঃখ তরঙ্গের খেলা ভাব সম্প্রসারণ - ১
মূলভাব : পৃথিবীতে আশা আছে বলেই মানুষ দুঃখের মাঝেও বেঁচে আছে।
সম্প্রসারিত ভাব : একটি নির্দিষ্ট সময়সীমা নিয়েই মানুষ পৃথিবীতে আসে। কখন এ নির্দিষ্ট সময় পেরিয়ে যাবে তা কেউই জানে না। আর জানে না বলেই আশায় আশায় তার জীবন কেটে যায়। জীবনে দুঃখ আছে, দৈন্য আছে, আছে আশা ভঙ্গের হতাশা; আছে নিরবচ্ছিন্ন সুখ ভোগে অনেক বাধা। তথাপি মানুষকে এসব বাধা অতিক্রম করে এগিয়ে যেতে হয়।
একদিন জীবন সুখময় ও আনন্দময় হয়ে উঠবে এ আশায়। অভাব, দুঃখ, দারিদ্র্য, রোগ- শোক নিয়েই মানবজীবন। তবু মানুষ সুখ চায়, আশা রাখে সুখের। জীবনে হাসি ফোটাতে মানুষের চেষ্টার ত্রুটি নেই। সংসার রূপ সাগরের দুঃখের তরঙ্গমালা গ্রাস করে মানুষকে। সেখানে আশাই একমাত্র মানুষকে ভেলার মতো আশ্রয় দিয়ে থাকে। আশা না থাকলে মানুষ ডুবে যেত দুঃখের অতল গর্ভে। আশাই মানুষকে এনে দেয় সুখের আশ্বাস।