December 25, 2023
আকাইদ বলতে কি বুঝায় | এর আভিধানিক ও পারিভাষিক অর্থ কি
উপস্থাপনা : আকাইদ ইসলামের একটি মৌলিক শাস্ত্র। বিশ্বাস বিষয়ক এ শাস্ত্রটি নানা কারণে গুরুত্বপূর্ণ। ঈমানের প্রয়োজন কোন কোন বিষয়ে, কিভাবে এবং কতটুকু জরুরি সেসব বিষয়ে সুস্পষ্ট দিক নির্দেশনা দান করে এ শাস্ত্র।
নিম্নে এ-এর আভিধানিক ও পারিভাষিক অর্থ সম্পর্কে আলোচনা করা হলো ।
আকাইদ -এর আভিধানিক অর্থ :
عقائد শব্দটি عقيده এর বহুবচন। এর আভিধানিক অর্থ হচ্ছে-
যেমন এ অর্থে পবিত্র কুরআন মাজীদে এসেছে- والذين عقدت ايمانكم فاتوهم نصيبهم, অর্থাৎ, যারা তোমাদের সাথে কৃত অঙ্গীকারসমূহ পূরণ করে, তাদেরকে তাদের অধিকার প্রদান কর।