March 5
নফল রোজা রাখার নিয়ম - মাসআলা সমূহ
মাসআলা– ১ :
নফল রোযার ক্ষেত্রে এরূপ নিয়ত করে যে, আমি নফল রোযা রাখছি কিংবা শুধু রোযা রাখছি বলুক, উভয়ই দুরস্ত আছে।
মাসআলা- ২ :
বেলা দুপুরের এক ঘন্টা পূর্ব পর্যন্ত নফল রোযার নিয়ত করা জায়েয। তাই যদি কারো বেলা ১০টা পর্যন্ত নফল রোযা রাখার ইচ্ছা ছিল না এবং পানাহারও করেনি । তার পর ইচ্ছা হলো, তবে সে সময় নিয়ত করলেও রোযা সহীহ্ হবে ।
মাসআলা- ৩ :
সারা বছরে যে পাঁচ দিন রোযা রাখা হারাম (দু'ঈদের দু'দিন ও কোরবানি ঈদের পর তিন দিন) সে পাঁচ দিন ছাড়া নফল রোযা যে কোন সময় রাখা যায় ।
মাসআলা- ৪ :
ঈদের দিন রোযা রাখার জন্য মান্নত করলেও সেদিন রোযা জায়েয নেই । তার পরিবর্তে অন্য একদিন মান্নত পুরা করবে।
মাসআলা- ৫ :
কেউ যদি এরূপ মান্নত করে যে, আমি সারা বছর রোযা রাখবো, তবুও উল্লেখিত পাঁচ দিন রোযা রাখবে না। পরবর্তীতে পাঁচ দিনের রোযার ক্বাযা আদায় করবে।