March 21

 পুষ্প আপনার জন্য ফোটে না ভাব সম্প্রসারণ - ৩টি 

মূলভাব : পরের উপকারে নিজেকে বিলিয়ে দেওয়াতেই জীবনের চরম সার্থকতা। এ জন্য প্রত্যেককে হৃদয় দিয়ে মানবের মঙ্গলে নিবেদিত থাকা উচিত।.

সম্প্রসারিত ভাব : পুষ্পের সৌন্দর্য মানুষকে প্রফুল্ল করে। ফুলের সৌন্দর্য এবং ঘ্রাণ কিছুই তার নিজের কাজে আসে না! ঠিক তেমনি সাধু ও জ্ঞানী ব্যক্তিরা এ পৃথিবীতে জন্মগ্রহণ করে মানুষের জন্য অনেক কিছু করে যান। মানবের জন্য নিজের সুখ-স্বাচ্ছন্দ্য বিসর্জনের মাধ্যমেই গৌরব অর্জন করা যায়। পুষ্পের সুবাসের ন্যায় তাদের গুণাবলিও মানুষকে সীমাহীন আনন্দ দান করে।

পুষ্প যেমন তাঁর সৌরভে সকলকে মুগ্ধ ও তৃপ্ত করে তেমনি মহৎ ব্যক্তিগণ এ পৃথিবীতে তাদের সেবা দ্বারা সকলকে মুগ্ধ ও তৃপ্ত রাখে। অর্থাৎ পরের জন্য নিজের স্বার্থ বিলিয়ে দেওয়াতেই জীবনের চরম সার্থকতা। যদিও পুষ্প নিজের সুরভি বিলিয়েই জীবনের অবসান ঘটায় কিন্তু তার উজাড় করা ভালোবাসা মানুষের স্মৃতিতে অম্লান হয়ে থাকে।

আরও পড়ুন