March 17, 2024

জাইলেম ও ফ্লোয়েম টিস্যুর সংজ্ঞা, গঠন, কাজ ও পার্থক্য 

সংজ্ঞা : যে টিস্যু বা কলা মূল থেকে পানি ও খনিজ লবণ উদ্ভিদের পাতা পর্যন্ত পৌঁছায় তাকে জাইলেম টিস্যু বলে।

জাইলেম টিস্যুর বর্ণনা ঃ

শিরাত্মক টিস্যু সমষ্টি বা ভাসকুলার টিস্যুর একটি প্রধান অংশ হল জাইলেম । প্রধানতঃ মৃত এই টিস্যুর কোষগুলো বৃদ্ধির সময় জটিলভাবে পরিবর্তিত হয়ে প্রাথমিক পর্যায়ে চার প্রকার উপাদানে বিভেদিত হয়।

জাইলেম যে অংশে প্রথমে বিভেদিত হয়, তাকে বলে প্রোটোজাইলেম (Protoxylem)। প্রোটোজাইলেম বাহিকাগুলো সরু ও লম্বা এবং প্রাচীর বলয়াকৃতি ও সপিটিস্যুকৃতির হয়। পক্ষান্তরে, জাইলেমের যে অংশ পরে বিভেদিত হয়, তাকে মেটাজাইলেম (Metaxylem) বলে। মেটাজাইলেম বাহিকা বেশ স্থূল এবং প্রাচীর কৃপাঙ্কিত হয়।

জাইলেম টিস্যুর গঠন :-

জাইলেম টিস্যু চার প্রকার কোষ নিয়ে গঠিত।

১) ট্রাকীড : এরা মৃতকোষ । পানি সঞ্চয় ও উদ্ভিদের দৃঢ়তা প্রদান করে ।

২) ট্রাকিয়া বা ভেসেল : এরাও মৃত। এরা খনিজ লবণ ও পানি সংবহন করে ।

৩) জাইলেম প্যারেনকাইমা : এই কোষগুলো জীবিত বা সজীব। এরা খাদ্য ও বর্জ্য্য পদার্থ সঞ্চয় করে রাখে। এছাড়া পানি ও খনিজ লবণ সংবহন ও উদ্ভিদে দৃঢ়তা প্রদান করে ।

৪) জাইলেম তন্তু বা কাস্টল তন্তু : এরা মৃতকোষ । উদ্ভিদ অঙ্গের দৃঢ়তা প্রদান করাই এর প্রধান কাজ ।

আরও পড়ুন