প্রবন্ধ রচনা : বাংলাদেশের ক্ষুদ্র জাতিসত্তা
ভূমিকা :
বাংলাদেশে নানান সম্প্রদায় ও জাতিসত্তার মানুষ দীর্ঘকাল ধরে একসাথে মিলেমিশে বসবাস করে আসছে। এখানে প্রধান জনগোষ্ঠী 'বাঙালি'। এর পাশাপাশি আছে প্রায় অর্ধশত ক্ষুদ্র জাতিসত্তা। এসব জাতির মানুষদের রয়েছে নিজস্ব বৈশিষ্ট্য; রয়েছে বিচিত্র ভাষা, ইতিহাস ও ঐতিহ্য। জীবন প্রণালিতে বৈচিত্র্য থাকলেও আমরা জাতীয়তার পরিচয়ে এক এবং দেশকে ভালোবাসার ক্ষেত্রে একতাবদ্ধ। যুগ যুগ ধরে সারাবিশ্বে বাংলাদেশ তাই শান্তি ও সম্প্রীতির এক উজ্জ্বল নিদর্শন হয়ে আছে।
চাকমা :
মঙ্গোলীয় জনগোষ্ঠীর অন্তর্গত চাকমা সম্প্রদায়ের প্রধান বসতি পার্বত্য চট্টগ্রামের রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান জেলায়। নিজেদের মধ্যে তারা 'চাঙমা' নামে পরিচিত। তাদের নিজস্ব ভাষা ও হরফ রয়েছে। চাকমারা পিতৃতান্ত্রিক, পিতাই পরিবারের প্রধান । সমাজের প্রধান হলেন রাজা আর গ্রামের প্রধানকে বলা হয় কারবারি । চাকমারা প্রধানত বৌদ্ধধর্মাবলম্বী ।
গারো :
গারো জনগোষ্ঠীর প্রধান বসতি ময়মনসিংহ, টাঙ্গাইল, নেত্রকোনা ও সিলেট অঞ্চলে। গারো সমাজ মাতৃতান্ত্রিক। মেয়েরা পরিবারের সম্পত্তির মালিক হয় । গারোদের নিজস্ব ধর্ম আছে। এটি এক ধরনের প্রকৃতিপূজা। ‘তাতারা রাবুগা' তাদের প্রধান দেবতা । তবে এখন অধিকাংশ গারো খ্রিষ্টধর্মাবলম্বী। এ সম্প্রদায় প্রধানত কৃষিজীবী। পাহাড়ে বসবাসকারী গারোরা জুমচাষ করে। আর সমতলের গারোরা সাধারণ নিয়মে কৃষিকাজ করে থাকে। গারো সংস্কৃতিতে গীতবাদ্য ও নৃত্য খুবই গুরুত্বপূর্ণ। তাদের নিজস্ব কিছু বাদ্যযন্ত্রও আছে। নববর্ষ, নবান্ন ইত্যাদি উপলক্ষ্যে তারা বিভিন্ন উৎসবের আয়োজন করে থাকে । ‘ওয়ানগালা' গারো সমাজের একটি জনপ্রিয় উৎসব।