October 14

প্রবন্ধ রচনা : যুদ্ধ নয় শান্তি চাই

উপস্থাপনা :

যুদ্ধ নয় শান্তি— পৃথিবীতে দুটি বিপরীতমুখী অবস্থা। অশান্ত বিশ্বে আজ কোথাও শান্তি নেই। যুদ্ধ একান্ত পাশবিক। অথচ পশুর চেয়ে মানুষই বেশি যুদ্ধ করে, আবার মানুষই যুদ্ধকে বেশি ঘৃণা করে।

দুটি বিশ্বযুদ্ধের ভয়াবহ তাণ্ডবলীলা মানুষের মানবিক চেতনাকে করেছে জাগ্রত। তাই আজ ক্ষুদ্র সেমিনার থেকে জাতিসংঘের টেবিল পর্যন্ত সর্বত্র প্রধান আলোচ্য বিষয় হচ্ছে বিশ্ব শান্তি।

যুদ্ধের উৎস :

হিংসা-বিদ্বেষ আর দুঃশাসনের ফলে মানুষের মধ্যে যুদ্ধের অগ্নিশিখা প্রজ্জ্বলিত হয়। শাসক ও শোষকগোষ্ঠীর অহমিকা এবং আধিপত্য স্পৃহা মানুষের মধ্যে যুদ্ধের প্রেরণা যোগায়। কোনো দেশ শক্তিশালী হয়ে উঠলেই তার প্রতিবেশী দেশগুলোর ওপর আধিপত্য বিস্তার করতে চায়।

যুদ্ধের কারণ :

যুদ্ধ সবসময়ই অনভিপ্রেত। শান্তিকামী মানুষ কখনো যুদ্ধ চায় না। তবুও ইতিহাসের পাতা কলঙ্কিত করে পৃথিবীতে ঘটে গেছে অনেক যুদ্ধের ঘটনা। কিন্তু কেন? উগ্র জাতীয়তাবাদ, হিংসা, ঈর্ষা, এক রাষ্ট্রের ওপর অন্য রাষ্ট্রের আধিপত্য বিস্তার, বৃহৎ শক্তিবর্গের অস্ত্র তৈরি ও অস্ত্রবিক্রির ক্ষেত্র প্রস্তুত, তেল-গ্যাসসহ অন্যান্য প্রাকৃতিক সম্পদ লুট ইত্যাদি মূলত যুদ্ধের মূল কারণ।

আরও পড়ুন