ভাব সম্প্রসারণ : সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই (২টি)
মূলভাব : মহান আল্লাহর সৃষ্টি এ পৃথিবীতে যা কিছু আছে সবকিছুর ঊর্ধ্বে হলো মানবজাতি।
সম্প্রসারিত ভাব : মানুষ সৃষ্টির সেরা জীব। দেহ-মনে প্রাণে মানুষ অপূর্ব। মহান আল্লাহ তায়ালা এ মানব জাতিকে জ্ঞান, বুদ্ধি, বিবেক দিয়ে সবচেয়ে সুন্দর করে সৃষ্টি করেছেন। মানুষ অদম্য অপরিসীম ইচ্ছাশক্তির অধিকারী। মানুষ বুদ্ধিবলে জল-স্থল-অন্তরীক্ষে স্বীয় বিজয় পতাকা উড্ডীন করেছে। মানুষের শক্তি জ্ঞান ও কর্মের সীমানা অফুরান। তবে শক্তির দম্ভে মানুষ যদি তার স্বীয় কর্তব্য ভুলে দরিদ্র ভাগ্যাহত মানুষকে তুচ্ছ জ্ঞান করে, তাহলে সে দাম্ভিক এবং অপরিণামদর্শীর ওপর স্রষ্টার অভিশাপ নেমে আসবে। মানুষই মানুষের সুখ দুঃখের সাথী। মানুষের চোখের পানি মুছিয়ে দিতে মানুষই পালন করবে অগ্রণী ভূমিকা। প্রত্যেক মানুষে স্রষ্টা বিরাজমান। শক্তি, সামর্থ্য, বিদ্যা বুদ্ধিতে সব মানুষ সমান না হলেও মানুষের সাথে ব্যবহারের সময় স্মরণ রাখতে হবে মানুষে মানুষে কোনো ভেদাভেদ নেই।
মন্তব্য : মানুষ ‘আশরাফুল মাখলুকাত' অর্থাৎ সৃষ্টির সেরা । তাই সৃষ্টির যে দিকেই তাকাই না কেন, মানুষের চেয়ে শ্রেষ্ঠ কিছুই দেখি না।