December 6, 2024

রচনা : আমার প্রিয় শিক্ষক - For Class 6, 7, 8, 9, 10

উপস্থাপনা ঃ

প্রতিটি দেশের অতি প্রয়োজনীয় ও গুরুত্বপূর্ণ ব্যক্তি হলেন একজন আদর্শ শিক্ষক। কারণ, শিক্ষক হচ্ছেন মানুষ পড়ার কারিগর । আদর্শ শিক্ষাদানের মাধ্যমে তাঁরা গড়ে তোলেন সচেতন জনগণ । একজন ভাল শিক্ষক পাঠকে সহজ-সরল ভাষায় উপস্থাপন করে প্রত্যেক ছাত্রের মধ্যে লুক্কায়িত প্রতিভাকে খুঁজে বের করেন।

শিক্ষকের অভিজ্ঞতায় অর্জিত জ্ঞান অকৃপণ হাতে বিলিয়ে দেন ছাত্রছাত্রীদের মধ্যে। প্রত্যেক ছাত্রছাত্রীর জীবনে একজন আদর্শ বা প্রিয় শিক্ষক থাকেন। আমার জীবনের স্মরণীয় একজন শিক্ষকের কথা নিম্নে তুলে ধরলাম ।

প্রাথমিক পরিচিতি ঃ

প্রথম শ্রেণী থেকে শুরু করে অষ্টম শ্রেণী পর্যন্ত অনেক শিক্ষকের সাহচর্যই আমি পেয়েছি। কিন্তু আমার প্রিয় বিদ্যাপিঠ ধনিয়া আদর্শ মাদরাসার সহকারি শিক্ষক আবদুল লতিফ আমার কাছে প্রিয়ভাজন হয়ে আছেন। তাঁর আদেশ-উপদেশ, সহজ- সরল শিক্ষাদানের অভিনব পদ্ধতি আমাকে অনুপ্রাণিত করেছে। তিনি ছিলেন একজন আদর্শ শিক্ষকের নমুনা স্বরূপ। একজন আদর্শ শিক্ষকের যে সকল গুণ থাকা দরকার সবগুলোই তাঁর মধ্যে ছিল।

আরও পড়ুন