May 30, 2024

সময়ের এক ফোঁড় অসময়ের দশ ফোঁড় - ভাবসম্প্রসারণ

মূলভাব : যে কোনো কাজই যথাসময়ে সম্পন্ন করতে হয়। সময়ের কাজ সময়ে না করলে সে কাজে যথার্থ সফলতা আসে না।

সম্প্রসারিত ভাব : যে কোনো কাজের সফলতা নির্ভর করে তার নির্ধারিত সময়ের উপর । যথাসময় যে কোনো কাজ যতো সহজে করা যায়, অন্য সময়ে তা যায় না । এমন কি সময়ের কাজ সময়ে না করলে পরবর্তী সময়ে তা আর করা হয়ে ওঠে না। ক্ষণস্থায়ী মানব জীবনকে সার্থক ও সুন্দর করার জন্য মানুষকে প্রতিটি মুহূর্ত হিসেব করে ব্যবহার করা উচিত। বিশেষ পরিস্থিতি বা বিশেষ সুযোগ যে কাজ সহজসাধ্য হতো সেই পরিস্থিতি বা সুযোগ হাত ছাড়া হয়ে গেলে তা সম্পন্ন করা কঠিন হয়ে পড়ে।

আরও পড়ুন