নৌকা ভ্রমণ - বাংলা প্রবন্ধ রচনা
উপস্থাপনা ঃ
আমাদের বাড়ি মেঘনা নদীর তীরে। গ্রাম থেকে বাইরে কোথাও যেতে হলে নৌকাই আমাদের প্রধান অবলম্বন। কিন্তু আমি গ্রামেই পড়াশোনা করি বলে বাইরে কোথাও যাওয়া হয় না। গত বছর শীতকালে আমার ছোট মামার সাথে মেঘনা নদীর ওপর দিয়ে নৌকাযোগে সৈয়দপুর নামে একটি গ্রামে গিয়েছিলাম। সারাটা দিন আমাদের নৌকাতেই কাটে। সে দিনের কথা ভাবতে আজও আমার খুব ভাল লাগে।
যাত্রা ঃ
দেবীপুর ঘাট থেকে আমাদের ছোট নৌকা পাল তুলেছিল। তখন ভোর পাঁচটা। আমাদের মাঝি দু'জন। কিশোর বয়স্ক মাঝি বৈঠা ধরল । আর বুড়ো মাঝি ফ্লাক্স থেকে চা পান করায়ে শীত কমাবার চেষ্টা করছিলেন। ছোট মামা ছইয়ের ভৈতর ঢুকে পা গুটিয়ে শুয়ে পড়লেন।
নদীর দৃশ্য ঃ
শীতকালের মেঘনা বড় শান্ত । আমাদের নৌকা তখন চলছে নতুন জেগে ওঠা চরের পাশ দিয়ে। সূর্যোদয়ের সাথে সাথে জলে-ডাঙ্গায় এক আশ্চর্য স্পন্দন শুরু হয়। চরে জনমানব নেই । বক, হরিয়াল, হাঁস ইত্যাদি পাখি রোদ পোহাতে পোহাতে ইতস্তত ঘুরছে। চরের বকে ছোট ছোট ঢেউ খেলানো বালির প্রান্তর। যেদিকে তাকাই কেবল পানি আর পানি। ঘন্টা খানেক চলার পর আর একটা চর দেখা গেল।