March 25, 2024
ভাবসম্প্রসারণ : লোভে পাপ পাপে মৃত্যু (৩টি )
মূলভাব : লোভ মানুষকে পাপ কাজে নিয়োজিত করে এবং পাপের পরিণতি হিসেবে আসে জীবনে ভয়াবহ পরিণতি।
সম্প্রসারিত ভাব : নিজের ভোগের জন্য কোনো কিছু লাভ করার দুর্দমনীয় বাসনাই লোভ। লোভ মানবজীবনের বড় রিপু। লোভকে পাপের আধার বলা যেতে পারে। কেননা লোভ মানুষকে পাপ কাজে নিয়োজিত করে। মানবজীবনে লোভের পরিণাম হিসেবে আসে পাপ এবং সেই পাপের পরিণতি হিসেবে আসে মানুষের ধ্বংস।
লোভ মানুষকে কোথায় নিয়ে যায় ইতিহাসে তার অজস্র প্রমাণ রয়েছে। যে লোমহর্ষক কাণ্ডগুলো পৃথিবীকে নরকে পরিণত করছে, তাদের মূলেই রয়েছে লোভ। মানুষের মনে যখন লোভ লালসা বড় হয়ে দেখা দেয় তখন তার হিতাহিত জ্ঞান থাকে না। লোভকে চরিতার্থ করার জন্য মানুষ তখন যে কোনো অসৎ উপায় অবলম্বন করতে প্ররোচিত হয়। পাপের এ পরিণামের জন্য তখন ঘনিয়ে আসে মৃত্যু বা ধ্বংস।