July 25, 2023

ইভটিজিং / নারী উত্যক্তকরণ রচনা [ ক্লাস ৬, ৭, ৮, ৯, ১০] - Sikkhagar  

নারী উত্যক্তকরণ বা নির্যাতন কোন সভ্য জাতির জন্যই শুভ হতে পারে না। নারীর চোখের পানি এক বিশাল শক্তি অনেক সভ্যতার পতন ঘটেছে নারীর অশ্রুর ক্ষোভে । তবে এ ক্ষেত্রে শুধুমাত্র ছেলেদের দায়ী করাটাও ঠিক হবে না। মেয়েরাও এর জন্যে অনেকাংশে দায়ী। বর্তমানে মেয়েরা পশ্চিমা ভাবধারায় অনুপ্রাণিত হয়ে অশালীন পোষাক পরিধান করে যুব সমাজকে স্বভাবতই উত্তেজিত করে তোলে।

Read more