November 28

(অ - ঔ এবং ক - হ )পর্যন্ত বাংলা বর্ণ দিয়ে শব্দ গঠন

শব্দ গঠন বাংলা ভাষার গুরুত্বপূর্ণ একটি দিক। এখানে প্রায় সকল বর্ণের যথা- অ থেকে ঔ এবং ক — হ পর্যন্ত বাংলা বর্ণ দিয়ে শব্দ গঠন করে দেখানো হয়েছে। যা শিক্ষার্থীদের অনেক উপকারে আসতে পারে।

অ- দিয়ে শব্দ গঠন :

অমানুষ, অপর, অভাব, অপায়, অহংকার, অবুঝ, অবিরাম, অবাক, অনাদি, অধিবাসী, অজগর, অবোধ, অজানা, অনিয়ম, অধম, অমর, অকর্ম, অসফল, অলস, অনাদর, অভয়, অনড়, অশরীরী, অসার, অধিক, অচেতন, অচল, অরণ্য, অবলা, অজৈব ইত্যাদি।

আ- দিয়ে শব্দ গঠন :

আলোকিত, আসল, আপাকা, আলোড়ন, আঁধার, আবার, আরোহন, আঘাত, আমাদের, আনাজ, আবেগ, আবরণ, আমার, আইন, আদেশ, আজীবন, আদিবাসি, আমোদ, আদিম, আয়তন, আমরা, আধুলি, আজব, আশিমাদ, আদর, আকাল, আবির ইত্যাদি।

আরও পড়ুন