March 21, 2024

কোথায় স্বর্গ কোথায় নরক ভাবসম্প্রসারণ - ৩টি 

মূলভাব : অপার্থিব জগতে স্বর্গ ও নরকের অস্তিত্ব কল্পনা করা হলেও প্রকৃতপক্ষে স্বর্গ ও নরকের অবস্থান মানুষের মধ্যেই বিরাজমান । মানুষের আচার-আচরণের বহিঃপ্রকাশের মধ্যে স্বর্গ ও নরক উজ্জ্বল হয়ে নিজেদের অস্তিত্ব ঘোষণা করে ।

সম্প্রসারিত ভাব : আমরা স্বর্গ-নরক, দেব-দানবের মধ্যে পার্থক্য করে থাকি। স্বর্গ বলতে সুখের স্থান, অর্থাৎ মৃত্যুর পরও যেখানে গিয়ে ভালো থাকা যায় এমন জায়গা বোঝায় । আর নরক বলতে কষ্টের স্থান অর্থাৎ যেখানে পাপীরা মৃত্যুর পর অসহনীয় দুঃখ-কষ্টের সম্মুখীন হয় এমন স্থান বোঝায়।

যারা স্বর্গে বাস করে তাদেরকে আমরা বলি মহাত্মা। আর যারা নরকে বাস করে তাদেরকে বলি পাপাত্মা । কিন্তু জগত সংসারের দিকে তাকালে দেখা যায়, মানুষ ভালো কাজের মধ্য দিয়ে এ পৃথিবীতেই স্বর্গলোক গড়ে তুলতে পারে। আর মন্দ কাজের মধ্য দিয়ে নরক গড়ে তুলতে পারে। সুতরাং স্বর্গ-নরকের জন্যে

আরও পড়ুন