May 30, 2024
সমাস কাকে বলে?সমাসের অংশ কয়টি ও সমাসের প্রয়োজনীয়তা
বাংলা ব্যাকরণে সমাস একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। সমাস বহু পদকে এক পদে পরিণত করে। সমাস না থাকলে ভাষার সৌন্দর্য ক্ষুন্ন হয়। বাংলা ভাষা ও সাহিত্যে সমাসের প্রয়োজনীয়তা অপরিসীম।
সংজ্ঞা : সমাস শব্দের আভিধানিক অর্থ হচ্ছে সংক্ষেগণ বা মিলন । পরস্পরের মধ্যে অর্থের দিক দিয়ে সঙ্গতি আছে এমন দু'টি বা দুয়ের অধিক পদের এক পদে পরিণত হওয়াকে সমাস বলে।
যেমন- রাজার পুত্র = রাজপুত্র, জন যে এক = জনৈক, ভাই ও বোন = ভাইবোন, বীণা পাণিতে যার = বীণাপানি ।
সমাসের অংশ সমূহ :
ক. সমস্ত পদ : সমাস গঠিত পদটিকে সমস্ত পদ বা সমাসবদ্ধ পদ বলে। যেমন-আপাদমস্তক।
খ. সমস্যমান পদ : যে যে পদে সমাস হয় তার প্রত্যেকটিকে সমস্যমান পদ বলে। যেমন-‘পা' ‘থেকে’ ‘মাথা’ ‘পর্যন্ত’ এই সবগুলো পদই সমস্যমান পদ ।