July 1, 2024
দ্বিগু ও অব্যয়ীভাব সমাস কাকে বলে? উদাহরণ সহ বিস্তারিত
সংজ্ঞা : যে সমাসে সংখ্যাবাচক বিশেষণ পূর্বে বসে সমষ্টি বা সমাহার বুঝায় তাকে দ্বিগু সমাস বলে। এ সমাসে সমাস নিষ্পন্নকারী পদটি বিশেষ্য পদ হয়।
দ্বিগু সমাসের উদাহরণ :
- চার ভুজের সমাহার = চতুর্ভুজ
- নব রত্নের সমাহার = নবরত্ন
- শত বর্ষের সমাহার = শতবার্ষিকী
- চার মোহনার সমাহার = চৌমোহনী
- তিন মাথার মিলন = তেমাথা
- তিন কালের সমাহার = ত্রিকাল
- চার অঙ্গের সমাহার = চতুরঙ্গ
- শত অব্দের সমাহার = শতাব্দী
- সপ্ত ঋর্ষির সমাহার = সপ্তর্ষি
- তিন ভুবনের সমাহার = ত্রিভুবন
- চার পদের সমাহার = চতুষ্পদ
- তিন রত্নের সমাহার = ত্রিরত্ন
- চার রাস্তার মিলন = চৌরাস্তা
- তিন তারের সমাহার = সেতার
- পঞ্চ বটের সমাহার = = পঞ্চবটি
- পঞ্চ নদের সমাহার = পঞ্চনদ
- সাত সমুদ্রের সমাহার = সাতসমুদ্র
- সপ্ত অহের সমাহার = সপ্তাহ