January 29, 2024

শীতকাল - রচনা Class 3, 4, 5

সূচনা:

শীতকাল ষড়ঋতুর মধ্যে পঞ্চম। হাড়কাঁপানো শীত, হিমেল উত্তুরে বাতাস আর কুয়াশার চাদর নিয়ে আসে এই ঋতু। এ সময় দিন ছোট ও রাত বড় থাকে ।

সময়কাল:

পৌষ ও মাঘ এই দুই মাস মিলে শীতকাল। হেমন্তকালের পর আসে শীত। অন্য সব ঋতুর মতই শীতকালেরও রয়েছে অনন্য বৈশিষ্ট্য ।

প্রকৃতির রূপ:

শীতকালে বেশ ঠান্ডা পড়ে। রাতে ঘুমাতে লেপ, কম্বল বা কাঁথা মুড়ি দিতে হয়। ভোরে ও রাতে কুয়াশায় চারদিক ঢেকে যায়। গ্রামে সকালবেলা অনেকে খড় বা শুকনো পাতা পুড়িয়ে আগুন পোহায় ।

সুস্বাদু খাবারের সম্ভার:

শীতকালে মেলে সুস্বাদু ও পুষ্টিকর সবজির সমারোহ। লাউ, ফুলকপি, বাঁধাকপি, শিম, টমেটো, মুলা, আলু, মটরশুঁটি ইত্যাদি সবজি ও বিভিন্ন শাক প্রচুর পরিমাণে হয় এ সময়।

আরও পড়ুন