May 7, 2024

রচনা : ইবাদত অথবা ইবাদতের তাৎপর্য

ভূমিকা :

ইবাদত অর্থ দাসত্ব। মানুষের গোটা জীবনে যত কাজকর্ম আছে, প্রত্যেকটির মধ্যেই আল্লাহর নির্ধারিত সীমা পালন করতে হয়; কিন্তু মানুষ নানাবিধ লোভ লালসার ঘাত প্রতিঘাতে আল্লাহর দেয়া সীমাগুলো লঙ্ঘন করে। এ বিপর্যয়ের হাত থেকে রক্ষা করার জন্য আল্লাহ মানুষের জন্য ভিন্ন রকমের কয়েকটি ইবাদতের ব্যবস্থা করেছেন।

বিভিন্ন ধরনের ইবাদত :

ইসলামে বেশ কয়েকটি আনুষ্ঠানিক ইবাদত রয়েছে। যেমন— নামায, রোযা, হজ্জ, যাকাত ইত্যাদি। নিম্নে এ বিষয়ে আলোচনা করা হলো—

নামায :

অযু সম্পূর্ণরূপে পাক-পবিত্র হয়ে, বিনীতভাবে কেবলামুখী হয়ে দাঁড়ায়ে নির্দিষ্ট নিয়মে রুকু করে এবং শরীরের শ্রেষ্ঠ অঙ্গ মাথা মাটিতে লুটিয়ে সেজদা করে আল্লাহ তায়ালার যে ইবাদত করা হয়, তাকেই নামায বলে। এটা মানুষকে একান্তভাবে আল্লাহর ধ্যানে নিমগ্ন রাখে এবং জাগতিক সকল বিষয় থেকে আলাদা করে দেয়। আল্লাহকে অন্তরে অধিষ্ঠিত করার এ এক প্রকৃষ্ট উপায় ।

আরও পড়ুন