রচনা - আন্তর্জাতিক মাতৃভাষা দিবস [Class - 6, 7, 8 ,9 ,10] HSC
উপস্থাপনা ঃ
যে দিনটিতে বাংলা ভাষাভাষী জনগণ তাদের মায়ের ভাষার জন্যে নিজেদের রক্ত ঝরিয়েছিল, সে দিনটিই আজ পৃথিবীতে বিশ্ব মাতৃভাষা দিবস (International Mother Language Day) হিসেবে মর্যাদা লাভ করেছে।
আমাদের মাতৃভাষা ঃ
জন্মের পর আমাদের মুখ থেকে যে বাক্যটি প্রথম স্পন্দিত হয়, তা হলো মাতৃভাষা। অর্থাৎ, মাতৃভাষায় কথা বলা যেন আমাদের জন্মগত অধিকারকে নির্দেশ করে । বাংলা হচ্ছে আমাদের মাতৃভাষা। শৈশবে আমরা এ ভাষার মাধ্যমেই কথা বলতে শুরু করেছি, এ ভাষার মাধ্যমেই আমাদের প্রথম লেখনী অঙ্কিত হয়েছে ।
পাকিস্তান জন্মের পর থেকেই পশ্চিমা শাসকগোষ্ঠী আমাদের মায়ের ভাষা বাংলাকে উপেক্ষা করে একমাত্র উর্দুকে রাষ্ট্রভাষা হিসেবে প্রতিষ্ঠা করার অশুভ চক্রান্ত চালায় ।
১৯৪৮ সালে পাকিস্তানের তৎকালীন গভর্নর জেনারেল মুহাম্মদ আলী জিন্নাহ ঘোষণা করলেন, একমাত্র উর্দূই হবে পাকিস্তানের রাষ্ট্রভাষা । এমনকি বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা করার দাবিতে সরকার কঠোর নীতি অবলম্বন করে। ছাত্র-জনতার গণ-আন্দোলনের মুখে পাকিস্তানি শাসকগোষ্ঠী ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি ঢাকায় ১৪৪ ধারা জারি করে।