March 17, 2024
ট্রাকিড ও ভেসেল এর সংজ্ঞা, বৈশিষ্ট্য, অবস্থান, কাজ ও পার্থক্য
সংজ্ঞা :- পরিবহন টিস্যুর যে আংশ লম্বা, প্রান্তদ্বয় সরু ও সুচালো এবং কোষ-গহ্বর বেশ বড় ও শূন্য হয় তাকে ট্রাকিড বলে।
ট্রাকিড এর বৈশিষ্ট্য :-
(১ দীর্ঘ মৃত কোষ, কিন্তু অগ্রভাগ সূক্ষ্ম নহে।
(২) অধিকাংশ ক্ষেত্রে কোষপ্রাচীর লিগনিনযুক্ত, শক্ত, সমস্থূল।
(৩) সপাড় কূপ ব্যতীত বলয়াকার (Annular) পরিলক্ষিত হয় ।
(৪) এদের কোষ-গহ্বর বেশ বড় ও শূন্য হয় ।
ট্রাকিড এর অবস্থান বা বিস্তার :-
ব্যক্তবীজি এবং গুপ্তবীজি উদ্ভিদের কান্ডে ও মূলে; এছাড়া ফার্ণ জাতীয় উদ্ভিদে ট্র্যাকাইডের অবস্থান ।
ট্রাকিড এর কাজ :-
(১) ট্রাকিড শারীরবৃত্তিয় এবং যান্ত্রিক এ দু'প্রকার কার্যই করে থাকে।
(২) মূল হতে পানি ও অজৈব লবণ ট্রাকিডের মাধ্যমে পত্রে নীত হয় । অর্থাৎ পানি-সংবহনই এর প্রধান কাজ ৷
(৩) ট্রাকিড প্রয়োজনে পানি সঞ্চয়ও করে থাকে ।
(৪) অত্যাধিক স্থুল হওয়ায় ট্রাকিড উদ্ভিদকে দৃঢ়তা প্রদান করে ।