যে জন দিবসে মনের হরষে জ্বালায় মোমের বাতি ভাবসম্প্রসারণ-৩টি
মূলভাব : অমিতব্যয়ীরা অচিরেই অভাবের মধ্যে নিপতিত হয়। কাজেই আয় বুঝে ব্যয় করা উচিত। সুখ ও সচ্ছলতার দিনে দুঃসময়ের জন্যে সঞ্চয় করাই বুদ্ধিমানের কাজ।
সম্প্রসারিত ভাব : ইংরেজিতে একটি প্রবাদ আছে- 'Waste not, want not' যার মূল কথা হলো— 'অপচয় করো না, অভাব হবে না।' দিনের বেলা সূর্যের আলোয় পৃথিবী থাকে আলোকিত । এসময়ে প্রদীপের আলো নিষ্প্রয়োজন। অথচ কিছু কিছু মানুষ দিনের বেলায়ও ঘরে প্রদীপ জ্বালিয়ে রাখে। যে ব্যক্তি বিনা প্রয়োজনে দিনে প্রদীপ জ্বেলে রাখে সে অমিতব্যয়ী। তার জীবনে দারিদ্র্যের অভিশাপ সুনিশ্চিত।
পরবর্তী সময়ে তার জীবন এতই দুর্বিষহ হয়ে ওঠে যে, দারিদ্র্যের কষাঘাতে তেলের অভাবে তাকে অন্ধকারেই কাল কাটাতে হয়। অনুরূপভাবে বলা যায়, যে ব্যক্তি সুসময়ে অর্থের অপব্যয় করে সে ব্যক্তিও অতি শীঘ্রই দারিদ্র্যের কষাঘাতে জর্জরিত হয়, জীবনে তার অসীম দুর্গতি নেমে আসে। তাই অর্জিত ধন-সম্পত্তির অপব্যয় করা উচিত নয়। জীবনের লক্ষ্যমাত্রা অর্জনের জন্যে মানুষকে অবশ্যই মিতব্যয়ী হতে হবে। কারণ অপচয় এবং হঠকারিতা পদে পদে মানুষকে বিপন্ন করে ।