November 6, 2023

বাংলা রচনা - একুশে ফেব্রুয়ারী [ Class - 6, 7, 8 ,9 ,10] এবং HSC

ভূমিকা :

একুশে ফেব্রুয়ারি বাংলাদেশিদের জীবনে একটি গুরুত্বপূর্ণ দিন। এর সাথে তাদের গৌরব ও বেদনার ইতিহাস জড়িয়ে রয়েছে। মাতৃভাষার যথার্থ মর্যাদা আদায়ে কয়েকটি তরুণ প্রাণ বিসর্জন দিতে হয়েছিল বলে এ দিনটি জাতির নিকট বেদনার রক্তে সিক্ত। আবার ফেব্রুয়ারি ভাষা আন্দোলনের পথে বাংলাদেশি মানুষরা তাদের স্বাধিকার অর্জনের সংগ্রামে অবতীর্ণ হয়ে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ প্রতিষ্ঠায় সক্ষম হয়েছে বলে এ দিনটি জাতীয় জীবনে একান্ত গৌরবের।

একুশে ফেব্রুয়ারির তাৎপর্য :

১৯৫২ সালের একুশে ফেব্রুয়ারি যে বর্বর হত্যাকাণ্ড সাধিত হয়েছিল তা স্মরণ করার জন্য প্রতিবছর ভাবগম্ভীর পরিবেশে শহীদ দিবস উদযাপন করা হয়। কিন্তু একুশে ফেব্রুয়ারির তাৎপর্য কেবল শহীদ দিবস পালনের মধ্যে, শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্যে সীমাবদ্ধ থাকেনি। তা বাঙালির জীবনের সর্বত্র প্রভাব বিস্তার করতে সক্ষম হয়েছে। একুশে ফেব্রুয়ারির চেতনাই বাঙালিকে স্বাধিকার আন্দোলনে উদ্বুদ্ধ করে এবং এর মাধ্যমে বাঙালি আত্মসচেতন হয়ে নিজেদের ন্যায্য অধিকার আদায়ের সংগ্রামে অবতীর্ণ হয় ।

More