March 20
ইচ্ছা থাকলে উপায় হয় ভাবসম্প্রসারণ - ৩টি
মূলভাব : প্রত্যেক কাজের পিছনেই থাকে প্রবলতম ইচ্ছা। ইচ্ছাশক্তির দ্বারা যে কোনো অসাধ্য সাধন করা যায় ।
সম্প্রসারিত ভাব : যে কোনো কাজে সফলতা লাভ করতে প্রবল ইচ্ছা থাকা চাই । দৃঢ় ইচ্ছা নিয়ে কাজ করতে অগ্রসর হলে কঠিন কাজও সমাধা করা যায়। জগতে যত লোক জ্ঞান-বিজ্ঞানের ক্ষেত্রে যশস্বী হয়েছেন; তারা সকলেই দুর্দমনীয় ইচ্ছাশক্তি দ্বারাই অসম্ভবকে সম্ভব করতে সমর্থ হয়েছিলেন। সুবিধা-অসুবিধা বাধা-বিপত্তি প্রত্যেক কাজের মধ্যেই আছে।
কিন্তু যদি ইচ্ছাশক্তি প্রবল হয়, তবে কোনো বাধাই অতিক্রম করা অসম্ভব নয় । কারণ ইচ্ছাশক্তি মানুষের চিত্তে সাহস, ধৈর্য্য ও অধ্যবসায়ের সৃষ্টি করে। আমাদের অভাব যতই থাকনা কেন, কোনো বস্তু পাবার প্রবল ইচ্ছা থাকলে তা কখনো না কখনো হস্তগত হবেই। ফলে সহজে সফলতা আসে । এজন্য ইংরেজিতে বলা হয়- Where there is a will, there is a way.