January 15, 2024

পরিবেশ দূষণ ও তার প্রতিকার - রচনা ২০ পয়েন্ট

উপস্থাপনা :

মানুষ তথা জীবজগতের বাসযোগ্য এলাকাই হলো তার পরিবেশ। জীবজগৎ ও তার পরিবেশের মধ্যে প্রতিনিয়ত জীবন রক্ষাকারী উপকরণের আদান-প্রদান চলে। এ আদান-প্রদানের ভারসাম্যের ওপর জীবের অস্তিত্ব সম্পূর্ণরূপে নির্ভরশীল। পরিবেশের এ ভারসাম্য বিঘ্নিত হলে পরিবেশ দূষণ ঘটে। আর পরিবেশ দূষণের কারণে মানব সভ্যতা আজ চরম হুমকির সম্মুখীন।

পরিবেশ দূষণের সূত্রপাত :

মানব সভ্যতার ক্রমবিকাশের সাথে সাথে পরিবেশ দূষণের সূত্রপাত ঘটে। আদিম যুগের পৃথিবীতে যখন থেকে আগুনের ব্যবহার শুরু হয় তখন থেকেই প্রাণ প্রদায়ী অক্সিজেনের ধ্বংস শুরু হয়। আর এই অক্সিজেন ধ্বংসের সাথে সাথে এর ধোঁয়া ও ভস্মকণায় পরিবেশ দূষিত হয়।

বিজ্ঞান ও প্রযুক্তির উন্নয়নের পাশাপাশি অসংখ্য শিল্পকারখানা গড়ে ওঠে। নগরজীবনের প্রাচুর্যে যানবাহনের আধিক্য দেখা দেয় রাজপথে, সবুজ বিপ্লব ঘটাতে আসে কীটনাশক। আণবিক ও পারমাণবিক বোমার তেজষ্ক্রিয়তা ছড়িয়ে পড়ে আকাশে-বাতাসে। ফলে পরিবেশ দূষণ বেড়ে যায় ব্যাপকভাবে।

পরিবেশের ভারসাম্য বিনষ্টের কারণ ও প্রতিক্রিয়া :

পরিবেশের ভারসাম্য নষ্ট তথা পরিবেশ দূষণের নানাবিধ কারণ রয়েছে। তন্মধ্যে- ১. জনসংখ্যা বৃদ্ধি, ২. বনজ সম্পদের বিনষ্ট, ৩. বায়ু দূষণ, ৪. পানি দূষণ, ৫. শব্দ দূষণ এবং ৬. গ্রীন হাউজ প্রতিক্রিয়ার বিরূপ প্রভাবে প্রাকৃতিক ভারসাম্য আজ হুমকির সম্মুখীন।

আরও পড়ুন