June 30, 2024

টিস্যু বা কলা কাকে বলে,কত প্রকার।কোষ ও টিস্যু-টিস্যু ও অঙ্গের সম্পর্ক

সংজ্ঞা : একই ভ্রূণীয় কোষস্তর থেকে উৎপন্ন হয়ে এক বা একাধিক ধরনের কিছু সংখ্যক কোষ জীবদেহের কোন নির্দিষ্ট স্থানে অবস্থান করে সমষ্টিগতভাবে একটা সাধারণ কাজে নিয়োজিত থাকলে ঐ কোষসমষ্টি এবং তাদের কর্তৃকনিঃসৃত অন্তঃকোষীয় পদার্থ বা ধাত্র বা মাতৃকাকে একত্রে টিস্যু বলে। যেমন- রক্ত এক এক ধরনের তরল যোজক কলা।

টিস্যুর প্রকারভেদ :

বহুকোষী প্রাণির দেহে নিম্নের চার প্রকার টিস্যু পাওয়া যায়-

১। এপিথেলিয়াল টিস্যু বা আবরণী কলা : যে সকল টিস্যু দেহের বিভিন্ন অঙ্গের মুক্ত তলকে আচ্ছাদিত করে আবরণ তৈরি করে, তাদেরকে এপিথেলিয়াল টিস্যু বা আবরণী কলা বলে ।

২। কানেক্‌টিভ টিস্যু বা যোজক কলা : যে সকল টিস্যু দেহের বিভিন্ন অঙ্গের বা একই অঙ্গের বিভিন্ন অংশের মাঝে সংযোগ রক্ষা করে, তাদেরকে কানেকটিভ টিস্যু বা যোজক কলা বলে ।

৩. মাসকুলার টিস্যু বা পেশি কলা : যে টিস্যুর সংকোচন প্রসারণের মাধ্যমে দেহের বিভিন্ন অঙ্গের সঞ্চালন ঘটে তাকে মাসকুলার টিস্যু বা পেশি কলা বলা হয় ।

সম্পূর্ণ পড়ুন