দিনলিপি অর্থ, দিনলিপি লেখার নিয়ম HSC ও ৩৪টি দিনলিপি(PDF)
দিনলিপি হচ্ছে নিয়মিত বা কিছুদিন পর পর দৈনন্দিন ঘটনা, যোগাযোগ, পর্যবেক্ষণ, অভিজ্ঞতা ইত্যাদির তারিখ অনুযায়ী লিপিবদ্ধ রূপ । এতে প্রধানত ব্যক্তিগত ক্রিয়াকলাপ এবং নিজের ব্যক্তিগত অনুভূতি, প্রতিক্রিয়া, ভাবাবেগ ইত্যাদি লিখে রাখা হয়। দিনলিপিতে এ ছাড়াও থাকতে পারে ধারাবাহিক ঘটনা, বিশেষ কোনো ভাবনা বা ধারণা, কোনোকিছু নিয়ে স্বপ্ন, কোনো আশা কিংবা হতাশার ব্যাপার, কোনো বিশেষ পরিকল্পনা ইত্যাদি।
দিনলিপি অর্থ ও দিনলিপি কাকে বলে?
ইংরেজি Diary এসেছে ল্যাটিন Diarium থেকে। শব্দটির বাংলা আভিধানিক অর্থ হলো ‘ব্যক্তিগত দৈনিক জীবনযাত্রার কাহিনী’ বা ‘ দিনলিপি’। এর ফারসি পরিভাষা ‘রোজনামচা’।
সংজ্ঞা : যখন কোনো লেখক তার খাতায় দিন-তারিখ সময় উল্লেখ করে একটি বা একাধিক ঘটনার বর্ণনা ধারাবাহিকভাবে লিখে রাখেন তখন তাকে ‘দিনলিপি’ নামে অভিহিত করা যায় ।
দিনলিপি লেখার নিয়ম HSC :
১। নির্দিষ্ট দিনের তারিখ উল্লেখ করতে হবে।
২। সময় ও স্থানের নাম লিখতে হবে।
৩। দিনে ঘটে যাওয়া সমস্ত ঘটনার বিস্তারিত বিবরণ নয়; বরং উল্লেখযোগ্য বিশেষ বিশেষ ঘটনা সংক্ষেপে লিপিবদ্ধ করতে হবে।
৪। ঘটনার সঙ্গে সম্পৃক্ত চরিত্রগুলোর পরিচয় সংক্ষেপে লিখতে হবে।