July 28

রচনা : সংবাদপত্র (২০ পয়েন্ট) - PDF

উপস্থাপনা :

মানুষ স্বভাবতই কৌতূহল প্ররণ । অজানাকে জানার, অদেখাকে দেখার আকাঙ্ক্ষা মানুষের সহজাত প্রবৃত্তি । আর মানুষের সেই আকাঙ্ক্ষা পূরণ করছে সংবাদপত্র । বিশ্বের যাবতীয় সংবাদ আর তথ্যের বাহন হিসেবে প্রতিদিন সকাল বেলায় আমাদের ঘরের দুয়ারে এসে হাজির হয় সংবাদপত্র ।

সংবাদপত্র কী :

মানবজীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত দৈনন্দিন ঘটনা প্রবাহের বিচিত্র তথ্য সমৃদ্ধ হয়ে যেসব প্রকাশনা রূপ লাভ করে সেগুলোকে সংবাদপত্র বলে। এক কথায় বলা যায়, দেশ-বিদেশের বিভিন্ন রকমের সংবাদ বহন করে আনে যে পত্র বা কাগজ, তাকেই আমরা সংবাদপত্র বলে থাকি। মূলত মানুষের মনের অদম্য কৌতূহল ও অজানাকে জানার আগ্রহ থেকে এর সৃষ্টি। মানবজীবনের চাহিদা, প্রয়োজন, আর কালের আবর্তনে বিভিন্ন রূপ বৈচিত্র্যের জন্য সংবাদপত্রের ব্যাপক সম্প্রসারণ ঘটেছে।

সংবাদপত্রের উৎপত্তি ও ইতিহাস :

সংবাদপত্র কখন কোন দেশে প্রথম প্রচলিত হয়েছিল তা সঠিকভাবে বলা কঠিন । তবে চীন দেশেই প্রথম সংবাদপত্রের আবির্ভাব ঘটে বলে জানা যায়। ইউরোপীয় দেশসমূহের মধ্যে সংবাদপত্র প্রথম প্রকাশিত হয় ইতালিতে । জনশ্রুতি আছে ইউরোপের ভেনিস শহরে সর্বপ্রথম সংবাদপত্র মুদ্রিত হয়েছিল । ইংল্যান্ডে প্রথম সংবাদপত্র প্রকাশিত হয় রানি প্রথম এলিজাবেথের রাজত্বকালে । পাকভারতে মোগল রাজকর্মচারীদের মধ্যে এক প্রকার হস্তলিখিত সংবাদপত্র বিলি হতো এবং তা রাজধানী দিল্লি থেকে প্রকাশিত ও প্রচারিত হতো।

তবে এদেশে সংবাদপত্রের প্রচার পাশ্চাত্য প্রভাবের ফল বাংলাদেশ তথা ভারতবর্ষের প্রথম মুদ্রিত সংবাদপত্র 'বেঙ্গল গেজেট' । এটি ইংরেজি সংবাদপত্র । বাংলা ভাষায় প্রথম সংবাদপত্র মাসিক ‘দিকদর্শন' ও সাপ্তাহিক 'সমাচার দর্পণ' খ্রিষ্টান মিশনারিগণ কর্তৃক শ্রীরামপুর মিশন থেকে প্রকাশিত ও প্রচারিত হয় বাংলা ভাষার প্রথম দৈনিক পত্রিকা কবি ঈশ্বরগুপ্ত সম্পাদিত 'সংবাদ প্রভাকর' । বর্তমান বিশ্বে ছাপাখানার উৎকর্ষের ফলে সংবাদপত্রের ব্যাপক সম্প্রসারণ ঘটেছে।

সংবাদপত্রের প্রকারভেদ :

মুদ্রণযন্ত্রের উন্নতির ফলে বর্তমানে সংবাদপত্রের সংখ্যা অগণিত। পৃথিবীর সভ্য দেশগুলোতে দৈ নিক অর্ধ-সাপ্তাহিক, সাপ্তাহিক, পাক্ষিক, মাসিক, ত্রৈমাসিক, অর্ধবার্ষিক, বার্ষিক বিভিন্ন ধরনের সংবাদপত্র প্রকাশিত হয়। সাপ্তাহিক, মাসিক ও বার্ষিক সংবাদপত্রে সাধারণত ব্যবসা-বাণিজ্য, সাহিত্য, শিল্পকলা ইত্যাদি যাবতীয় প্রয়োজনীয় বিষয়াবলি বিশেষভাবে আলোচনা করা হয়ে থাকে।

আরও পড়ুন