January 21, 2024

 চরিত্র - বাংলা রচনা [ class 3, 4, 5 ]

সূচনা:

চরিত্র বিদ্যাবুদ্ধি, বংশ, ধন-সম্পদ সবকিছু থেকেও শ্রেষ্ঠ। মানুষের মনের বিকাশ সাধন হয় চরিত্রের মাধ্যমে। প্রবাদ আছে যে, টাকা-পয়সা হারালে যেন কিছুই হারায় না, স্বাস্থ্য হারালে কিছুটা হারায় আর চরিত্র হারালে সবকিছুই হারিয়ে যায় ।

চরিত্র কী:

বিভিন্ন গুণের সমাবেশেই গড়ে ওঠে চরিত্র। চরিত্র মানুষের ব্যক্তিত্বের বহিঃপ্রকাশ। যিনি আচার-আচরণে, চিন্তায়-কর্মে ও বাক্যে ন্যায়নিষ্ঠ ও নীতিবান, যিনি বড়োদের ও জ্ঞানীদের শ্রদ্ধা এবং ছোটোদের স্নেহ করেন, যিনি মানুষকে ভদ্র ও নম্র ব্যবহারে আকৃষ্ট করেন, তিনিই চরিত্রবান।

সচ্চরিত্রের লক্ষণ:

সত্যবাদিতা, সত্যনিষ্ঠতা, ন্যায়পরায়ণতা, নিয়মানুবর্তিতা, সময়ানুবর্তিতা, ভক্তি, সংযম, দয়া, নির্লোভ, নিরহংকার, প্রেম, ভালোবাসা, বিনয় প্রভৃতি মহৎ গুণাবলি সচ্চরিত্রের লক্ষণ।

চরিত্র গঠনের উপায়:

মাতাপিতা, আত্মীয়-স্বজন হতে শুরু করে সমস্ত পারিপার্শ্বিক অবস্থার ভেতর দিয়েই শিশুর চরিত্র গঠিত হয়ে থাকে। ভালো বইপত্র ও আদর্শ মহাপুরুষের জীবনী পাঠ করলেও ভালো চরিত্র গড়ে উঠতে পারে। চরিত্রবান হতে হলে মিথ্যা ও অসৎপথ পরিত্যাগ করতে হবে। হিংসা, দ্বেষ, ক্রোধ, মোহ ইত্যাদি খারাপ অভ্যাস কঠোরভাবে দমন করতে হবে। চরিত্র গঠনে ধর্মের প্রভাব ব্যাপক ।

আরও পড়ুন