October 25
প্রতিসাম্য কাকে বলে? কত প্রকার ও কি কি। উদাহরণ সহ
প্রতিসাম্য প্রাণিজগতের শ্রেণীবিন্যাসকরণের অন্যতম একটি ভিত্তি। প্রতিসাম্য বলতে প্রাণিদেহের মধ্যরেখীয় তলের দুপাশে সদৃশ বা সমান আকার-আকৃতিবিশিষ্ট অংশের অবস্থানকে বোঝায়।
প্রতিসাম্য কাকে বলে ?
প্রাণীদেহের মধ্যরেখীয় তলের দুই পাশে সদৃশ বা সমান আকার — আকৃতিবিশিষ্ট অংশের অবস্থানকে প্রতিসাম্য বলে।
আর যেসব প্রাণীর দেহে এরূপ বিভাজন ‘সম্ভব হয় না তাদের অপ্রতিসম প্রাণী (asymmetrical animal) বলে অভিহিত করা হয়।
প্রতিসাম্যের প্রকারভেদ :
প্রাণীদেহে বিভিন্ন ধরণের প্রতিসাম্য দেখতে পাওয়া যায়। যেমন -
১। গোলীয় প্রতিসাম্য (Spherical symmetry) : একটি গোলককে যেভাবে কেন্দ্রের মধ্য দিয়ে অতিক্রান্ত যে কোনো তল বরাবর সদৃশ বা সমান অংশে ভাগ করা যায়, তেমনিভাবে কোনো প্রাণিদেহকে যদি ভাগ করা যায়, তখন তাকে গোলীয় প্রতিসাম্য বলে । যেমন- Volvox, Radiolaria, Heliozoa প্রভৃতি ।