March 22, 2024

বন্ধুর বাবা / মায়ের মৃত্যুতে সমবেদনা জানিয়ে পত্র-খাম আঁকা সহ

বন্ধুর বাবার মৃত্যুতে সমবেদনা জানিয়ে পত্র :-

আল্লাহু আকবার

টাংগাইল

তাং ২২-০৩-২০২৪----ইং

প্রিয় পলাশ,

পত্রের শুরুতে তোমাকে জানাচ্ছি আমার বেদনার্ত হৃদয়ের ভালবাসা। কি বলে যে তোমাকে সান্ত্বনা দিব সে ভাষা আমার জানা নেই। যখন তোমার আব্বার মৃত্যুর সংবাদ আমার কানে এসে পৌঁছে তখন কে যেন আমার হৃদয়ে হাতুড়ি দিয়ে আঘাত করল । অনেকক্ষণ চেতনাহীন ছিলাম । খালুজী মারা যাওয়াতে তোমার যে ক্ষতি হলো তা পূরণ হবার নয় ।

তবুও বলি পৃথিবীতে কেউ অমর নয় । আজ হউক কাল হউক সকলকেই পৃথিবী থেকে চলে যেতে হবে। তুমি ভেঙে পড়ো না। তবুও বাঁচার মত বাঁচতে হবে। তুমি ভেঙে পড়লে তোমার ছোট ভাই বোনগুলো কি করবে। অন্তত তাদের মুখের দিকে তাকিয়ে তুমি শক্ত হও। তুমি সবাইকে সান্ত্বনা দিও। আমি সহসাই তোমার কাছে আসছি।

সবশেষে খালাম্মাকে সালাম, মাহমুদা ও খালেদকে স্নেহ দিয়ে আজকের মতো বিদায় ।

পুরোটা পড়ুন