February 18, 2024
রচনা : হযরত আবু বকর রাঃ জীবনী
সূচনা :-
হযরত আবু বকর (রা) ছিলেন খোলাফায়ে রাশিদিনের প্রথম খলিফা। শিশুকাল থেকেই তিনি কোমল হৃদয়ও সুন্দর চরিত্রের অধিকারী ছিলেন। তিনি প্রচুর জ্ঞান অর্জন করেছিলেন। পবিত্র কুরআনের জ্ঞান ছিলো তাঁর অসাধারণ। তিনি বড় কবি, সুবক্তা ও দানশীল ছিলেন।
জন্ম ও বংশ পরিচয় :-
তিনি ৫৭৩ খ্রিষ্টাব্দে মক্কার কুরাইশ বংশের তাইম গোত্রে জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম কুহাফা উসমান আর মাতার নাম সালমা। তাঁর পিতা ছিলেন একজন বড় ব্যবসায়ী ।
ইসলাম ধর্ম গ্রহণ :-
নবিজির দাওয়াত পেয়ে হযরত আবু বকর (রা) পুরুষদের মধ্যে সর্বপ্রথম ইসলাম ধর্ম গ্রহণ করেন ।
ইসলামে তাঁর অবদান :-
তিনি মহানবি হযরত মুহাম্মদ (স)- এর সর্বাধিক প্রিয় সাহাবি ছিলেন। নবিজি (স)- এর সাথে তাঁর গভীর বন্ধুত্ব ছিলো। তিনি ছিলেন সাহসী ও প্রভাবশালী । তাই তিনি ইসলাম ধর্ম গ্রহণের পর প্রকাশ্যে ইসলাম ধর্ম প্রচার শুরু করেন।