February 20

বিশেষ্য,বিশেষণ পদের উদাহরণ বাক্য। বিশেষ্য থেকে বিশেষণ তালিকা

সংজ্ঞা : যে পদ দ্বারা কোনো কিছুর নাম বোঝায়, তাকে বিশেষ্য পদ বলে। যথা- মাহিন, মিনা, গরু, ছাগল, ঢাকা, কুমিল্লা, সমিতি, দল, সততা ইত্যাদি ।

বিশেষ্য পদের উদাহরণ বাক্য :

মাহিন ভালো ছেলে। গরু ঘাস খায়। বই নিয়ে পড়তে বস। ঢাকা বাংলাদেশের রাজধানী। মুসলমানেরা সাহসী জাতি। শুক্রবার স্কুল ছুটি। সততা একটি মহৎ গুণ ইত্যাদি।

সংজ্ঞা : যে পদ দ্বারা বিশেষ্য বা সর্বনাম পদের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ ইত্যাদি বোঝায়, তাকে বিশেষণ পদ বলে। যেমন-ভালো, মন্দ, বড়, ছোট, সামান্য, কিছু, দুটি, তিনটি ইত্যাদি বিশেষণ পদ ৷

বিশেষণ পদের উদাহরণ বাক্য

মাহিন ভালো ছেলে (গুণ) ৷ মিনা খুব দুষ্ট মেয়ে (দোষ)৷ গাছে পাকা পাকা আম ঝুলছে (অবস্থা)। আমার দুটি জামা আছে (সংখ্যা)। পুকুরে অনেক মাছ আছে (পরিমাণ)।

আরও পড়ুন