ভার্নিয়ার ধ্রুবক,লঘিষ্ঠ গণন এবং তুলা যন্ত্র কাকে বলে?বিস্তারিত
ভার্ণিয়ার ধ্রুবক : প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের চেয়ে ভার্ণিয়ার স্কেলের এক ভাগ কতটুকু ছোট, তার পরিমাণকে ভার্ণিয়া ধ্রুবক বলে। S প্রধান স্কেলের 1 ক্ষুদ্রতম ভাগের দৈর্ঘ্য এবং n ভার্ণিয়ারের ভাগ সংখ্যা হলে,
ভার্ণিয়ার ধ্রুবকের ব্যাখ্যা : মনে করি, একটি ভার্ণিয়ার স্কেলে 10টি ভাগ আছে (দশটি দাগ কাটা)। এ দশ ভাগ প্রধান স্কেলের নয়টি ক্ষুদ্রতম ভাগের সমান।
প্রধান স্কেলের নয়টি ক্ষুদ্রতম ভাগ হল 9 মিলিমিটার বা 0.9 সেন্টিমিটার। যেহেতু ভার্ণিয়ার স্কেলের 10 ভাগ প্রধান স্কেলের 9 ক্ষুদ্রতম ভাগের সমান।
∴ ভার্ণিয়ার স্কেলের ভাগগুলো প্রধান স্কেলের ক্ষুদ্রতম ভাগের চেয়ে সামান্য ছোট। ভাগগুলো যতটুকু ছোট, তাকে ভার্ণিয়ার ধ্রুবক বলে।
এখানে, প্রধান স্কেলের ক্ষুদ্রতম 1 ভাগ, S = 1 মি.মি. এবং ভার্ণিয়ারের ভাগ সংখ্যা n = 10 হওয়ায়
ভার্ণিয়ার ধ্রুবক = S/n=1mm/10=0.1mm=0.01cm
কোন কোন সময় ভার্ণিয়ার স্কেলের 20 ভাগ প্রধান স্কেলের 19 ক্ষুদ্রতম ভাগের সমান থাকে এবং প্রধান স্কেলের এক ক্ষুদ্রতম ভাগ 1mm-এর চেয়ে কম থাকে। তখন ভার্ণিয়ার ধ্রুবক বিভিন্ন রকম হয়। প্রধান স্কেল ও ভার্ণিয়ার স্কেলের দাগ কাটার বৈশিষ্ট্যের ওপর ভার্ণিয়ার ধ্রুবক নির্ভর করে।