February 6
প্রভাষক পদে নিয়োগের জন্য আবেদন পত্র
একটি বেসরকারি কলেজে প্রভাষক পদে চাকরির জন্য একটি দরখাস্ত লেখ।
তারিখ : ২০.০৬.২০২..ইং
বরাবর
অধ্যক্ষ
বেগম নূরজাহান কলেজ
ঢাকা-১০০০।
বিষয় : ইংরেজি প্রভাষক পদের জন্য আবেদন।
জনাব,
যথাবিহিত সম্মানপ্রদর্শনপূর্বক বিনীত আরজ এই যে, গত ১০.০৪.২০২… তারিখে প্রকাশিত দৈনিক ইত্তেফাক পত্রিকার মাধ্যমে জানতে পারলাম আপনার কলেজে ইংরেজি প্রভাষকের পদ খালি আছে। আমি উক্ত পদের একজন আগ্রহী প্রার্থী হিসেবে নিচে আমার শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য তথ্য উপস্থাপন করলাম :