June 30, 2024
আবরণী ও যোজক কলা কাকে বলে? এদের প্রকারভেদ, বৈশিষ্ট ও কাজ
সংজ্ঞা : যে কলা প্রাণিদেহের দেহত্বক ও দেহ মধ্যস্থ বিভিন্ন অঙ্গ ও তন্ত্রের উপর আচ্ছাদন বা আবরণ সৃষ্টি করে, তাকে আবরণী কলা বা এপিথেলিয়াল টিস্যু বলে।
এক স্তরে বিন্যস্ত আবরণী কলাকে সরল (simple) এবং বহুস্তরে বিন্যস্ত আবরণী কলাকে যৌগিক বা স্তরীভূত (Straftfied) আবরণী কলা বলে ।
উদাহরন : হাইড্রা, সরল বহুকোষী প্রাণী । যেখানে কেবলমাত্র আবরণী কলা বর্তমান ।
অবস্থান : আবরণী কলা দেহত্বকের বাইরে এবং দেহমধ্যস্থ সমস্ত অঙ্গের বা তন্ত্রের বাইরে অবস্থিত।
গঠন : ভিত্তিপর্দা বা বেসমেন্ট মেমব্রেন (Basement membrane) এর উপর ঘন সন্নিবিষ্ট কোষগুলো এক বা একাধিক স্তরে বিন্যস্ত কোষান্তরে পর্দায় বা ইন্টার সেলুলার সিমেন্টিং সাবস্ট্যান্স দ্বারা যুক্ত।
আবরণী কলার প্রকারভেদ :
কোষের আকৃতি, প্রাণিদেহে অবস্থান ও কাজের প্রকৃতিভেদে এ কলা তিন ধরনের হয় । যথা—