পদার্থ বিজ্ঞান ব্যবহারিক যন্ত্রপাতি। কোনটি কি কাজে ব্যবহার হয়
অ্যানিরয়েড ব্যারোমিটারব্যবহার : বায়ু মণ্ডলের চাপ বৃদ্ধি ও হ্রাসের পরিমাপের জন্য ব্যবহৃত হয়।
অ্যামিটারব্যবহার : বৈদ্যুতিক বর্তনীর বিদ্যুৎ প্রবাহমাত্রা সরাসরি পরিমাপের জন্য ব্যবহৃত হয়।উপস্থিতি নিক্তিব্যবহার : কঠিন ও তরল পদার্থের আপেক্ষিক গুরুত্ব নির্ণয়ের জন্য ব্যবহৃত হয়।4ক্যালরিমিটারব্যবহার : তাপ পরিমাপ করার জন্য ব্যবহৃত হয়।
ক্লিনিক্যাল থার্মোমিটারব্যবহার : শরীরের তাপমাত্রা নির্ণয়ের জন্য ব্যবহৃত হয়।গ্যালভানোমিটার
ভিত্তি : বিদ্যুৎ প্রবাহের চৌম্বক ক্রিয়ার উপর ভিত্তি করে তৈরি।ব্যবহার : কোন পরিবাহীতে বিদ্যুৎ প্রবাহের অস্তিত্ব ও পরিমাণ পরিমাপের জন্য ব্যবহৃত হয়।
7ট্রায়োডব্যবহার : ট্রায়োড নিম্নলিখিত চারটি উদ্দেশ্যে ব্যবহৃত হয় :
(i) অ্যামপ্লিফায়ার (ii) অসিলেটর (iii) ডিটেকটর (iv) পরিবর্তক ঐ
ট্রান্সফরমারব্যবহার : এই যন্ত্রের সাহায্যে পরিবাহী প্রবাহের বিভবকে উচ্চ হইতে নিম্ন মান বা নিম্ন হইতে উচ্চমানে পরিবর্তন করা যায়।
ডায়নামোব্যবহার : যান্ত্রিক শক্তি থেকে বিদ্যুৎ উৎপাদনের জন্য ব্যবহৃত হয়।