May 6, 2024

রচনা : হাজী মুহাম্মদ মহসীন 

উপস্থাপনা :

ধর্মানুরাগ ও দানশীলতার জন্যে যারা স্মরণীয় হয়ে আছে, হাজী মুহাম্মদ মহসীন তাদের মধ্যে অন্যতম। তাঁর মতো সর্বত্যাগী মহাপুরুষ সর্বযুগের সকল মানুষের সম্পদ। মানবপ্রেম ও দীন-দুঃখীর সেবার জন্যে তিনি প্রতিটি বাঙালির হৃদয়ে রূপকথার মতো অধিষ্ঠিত হন। তাঁর দয়া-দাক্ষিণ্য ও মহানুভবতার জন্যে তিনি মানুষের হৃদয় জয় করে মৃত্যুঞ্জয়ী হয়ে রয়েছেন।

জন্ম ও বংশ পরিচয় :

হাজী মুহাম্মদ মহসীন ১৭৩২ খ্রিস্টাব্দে ভাগিরথী তীরবর্তী হুগলী শহরের এক সভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন । তাঁর পিতার নাম হাজী ফয়জুল্লাহ। হাজী ফয়জুল্লাহ পারস্যবাসী মুসলমান ছিলেন। তিনি হুগলী শহরে ব্যবসা করতেন।

বাল্যকাল :

মহসীন যখন খুব ছোট, তখন তাঁর পিতা ও মাতা দুজনেই মারা যান। সে জন্যে বাল্যকালে মহসীন তাঁর বড় বোন মন্নুজানের নিকট থাকতেন। শৈশনে মহসীন খুব উদাসীন ছিলেন । খেলাধুলায় তার মন বসতো না। এক জায়গায় চুপচাপ বসে থাকতে তিনি ভালবাসতেন ।

আরও পড়ুন