April 16, 2024
ব্যাকরণের আলোচ্য বিষয় কয়টি। ব্যাকরণের উৎপত্তি ও ক্রমবিকাশ
ব্যাকরণের আলোচ্য বিষয়
প্রত্যেক ভাষারই চারটি মৌলিক অংশ থাকে। যেমন :
এক একটি অংশকে অবলম্বন করে ব্যাকরণের এক একটি শাখা গঠিত হয়েছে। এ কারণে সব ভাষার ব্যাকরণেই প্রধান চারটি বিষয়ের আলোচনা করা হয়।
২. শব্দতত্ত্ব বা রূপতত্ত্ব (Morphology)
ধ্বনি : মানুষের বাগযন্ত্র দ্বারা উৎপন্ন আওয়াজকে ধ্বনি বলে। যেমন : অ, আ, ক, খ ইত্যাদি। বাগযন্ত্র দ্বারা উৎপন্ন ধ্বনির সূক্ষ্মতম মৌলিক অংশকে ধ্বনির একক বলে।
ধ্বনির নিজস্ব কোনো অর্থ নেই। কিন্তু ধ্বনির পর ধ্বনি সাজিয়ে কোনো বস্তু বা অনুভূতিকে সাংকেতিকভাবে বোঝানো হয়।
বর্ণ : ধ্বনির লিখিত রূপই হচ্ছে বর্ণ। অর্থাৎ, যে প্রতীক বা চিহ্ন ব্যবহার করে ধ্বনিকে প্রকাশ করা হয় তাকে বর্ণ বলে। যেমন : অ, ক ইত্যাদি।